ডুলাহাজরা সাফারি পারক
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ডুলাহাজরা নামক স্থারে ইকো পারক অবস্থিত। বনের জীব জন্তু, পশুপাখি আর দুসপ্রাপ্য সব গাছের সংগ্রহ রয়েছে এই পারকে। বনাঞ্চলের জীব বৈচিত্র ও বন্য প্রনীর আবাস স্থল উন্নয়নের পাশাপাশি শিক্ষা, গবেষনা, ইকো টুরিজম ও চিত্ত বিনেদনের সুযোগ সৃষ্টির লক্ষে এই পারক ১৯৮০-১৯৮১ সালে সরব পথম হরিন প্রজনন কেন্দ্র নামে স্থাপন করা হয়। এই পার্কের আয়তন ৯০০ হেক্টর। পরযটকদের জন্য এই পরকে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র উপভোগ করার পাশাপাশি তথ্য শিক্ষা কেন্দ্র ন্যাচারাল হিষ্ট্র, মিউজিয়াম পরযবেক্ষন, টাওয়ার পাখিশালা বেষ্টনি ও বিশ্রামাগার রয়েছে।
ডুলাহাজরা এলাকার সাফার্রি পার্ক আফ্রিকা বা কেনিয়ার সাফারি পার্কের মতো আয়তনে বড় না হলেও এখানে বন-বনানীতে ঘেরা মুক্ত ও সায়ুজ্যপূর্ণ পরিবেশে পশুপাখির দেখা মিলবে। ডঢাকা থেকে গাড়ি পথে ফেনী, চট্রগ্রামের পটিয়া, চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়া, লোহাগড়া পেরিয়ে ডুলাহাজরা সাফারি পার্ক। ঢাকা থেকে দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার।
এব সময় গগনচুম্বী গর্জন, বৈলাম, চাপালিশ,চাম্পাফুল বিবিধ লতাগুল ও ঔষধিসহ কক্সবাজারের চিরসবুজ বনাঞ্চল ছিল হাতি,চিতাবাঘ,হরিণ, ভালুক, বন্যশুকূর, বানর, উড়ন্ত কাঠকিড়ালি, বিভিন্ন জাতের সরীর্সপ, ধনেশ, মাছরাঙা ইত্যাদির আবাসভূমি ছিল এ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার কক্সবাজার বনাঞ্চল থেকে ষাটের দশকেই বিলুপ্ত।
Tags: rent a car in Dhaka, rent a car in Bangladesh, car hire Dhaka, car rental Bangladesh