ঘুরে বেড়াই বাংলাদেশ : ঝরনা ও জলপ্রপাতে


সুবলং ঝরনা


রাঙামাটি সদর থেকে ১০-১২ কিলোমিটার দূরে অবস্থিত মনোরম এক ঝরনা সুবলং।বরষা মৌসুমে মূল ঝরনার জলধারা প্রায় ৩০০ ফুট উচু থেকে সশব্দে নেমে আসে সমতলে।

rent a car Dhaka_suvolongrent a car_zoom

একক কোনো ধারায় না পড়ে এ ঝরনা ধারা তার উচু অবস্থান থেকে ছোট ছোট বেশ কয়েকটি ধারায় একই সমান্তরালে নেমে আসে এবং ভ্রমনপিয়াসীদের মনের আকুতিকে কেরে আরো আন্দোলিত।

যাওয়ার পথ:ঢাকা-রাঙামাটি-সুবলং


 হিমছড়ি ঝরনা


কক্সবাজার জেলার রামু উপজেলায় পাহাড় ও সমুদ্রের মিলনস্থলে অবস্থিত হিমছড়ি ঝরনা। কক্সবাজার থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতির অপরূপ সুন্দর এ ঝরনাটি।

rent a car Dhaka himsorizoom rent a car in Bangladesh (2)

বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝরনা এটি।কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে একবার ঘুরে আসতে পারেন এ ঝরনায়।

যাওয়ার পথ:ঢাকা-কক্সবাজার-হিমছড়ি ঝরনা