বাংলাদেশ: নব দিগন্তে রেল ও সড়ক যোগাযোগ


rent-a-car-bangladesh_padma-bridge

দেশের উত্তর-পূর্বাঅঞ্চলীয় বিভাগ সিলেট এবং বন্দরনগরী চট্রগ্রাম থেকে ঢাকায় প্রবেশ-বর্হিগমনের প্রধান করিডোর যাত্রাবাড়ী-কাচপুর।

প্রায়৭.৫ কিলোমিটার দীর্ঘ্ এ করিড়ডার সম্প্রতি ৮লেনে উন্নীত করা হয়।

১৩ আগষ্ট ২০১৬ দেশের প্রথম ৮লেনের মহাসড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

পদ্মা সেতুতে রেললাইন

৮আগষ্ট ২০১৬,পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ে ও চায়না রেলওয়ে গ্রূপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত  ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হবে।পুরো  প্রকল্পের কাজ শেষ হবে ৩০ জুন ২০২২।

২০১৬,পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয় ৩৪,৯৯৮.৮৬ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার সংস্থান করবে ১০,২৩৯.৮১ কোটি টাকা। বাকি ২৪,৭৪৯.০৫কোটি টাকার সংস্থান করবে চীনা সরকার।

পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলাকে ঢাকা, নারায়নগঞ্জ ও যশোরের রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় মোট ২০টি রেলস্টেশন নির্মিত হবে। এর মধ্যে পুননির্মিত হবে ৬টি ও নতুন হবে ১৪টি।