বাংলাদেশ: দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ে


৩ মে ২০১৬ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) সভায় অনুমোদিত দেশের প্রথম চার লেন এক্সপ্রেসওয়ে প্রকল্প।

১৩ আগষ্ট ২০১৬ এ প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ঢাকার যাত্রাবাড়ী ইন্টারসেকশন ও বাবু বাজার থেকে (ইকুরিয়া-বাবু বাজার লিংকসহ) মাদারীপুরের পাচ্চর হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ প্রবেশাধিকার নিয়ন্ত্রিত এ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।

নির্মিতব্য এ এক্সপ্রেসওয়ে চালু হলে যাত্রাবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গায় যেতে সময় লাগবে সব্বোচ্চ ৪২ মিনিট।

চার লেন এক্সপ্রেসওয়ের ফিচার

লেন-চার,দৈর্ঘ্য-৫৫ কিলোমিটার,অবস্থান-চার জেলায়: ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, প্রকল্পের মেয়াদ-মে ২০১৬-এপ্রিল ২০১৯, প্রকল্প ব্যয়-৬২,২৫২ কোটি ২৯ লাখ টাকা।

সেতু নির্মাণ- ৩১টি পিসি গার্ডার সেতু ২০টি ও আরসিসি সেতু ১১টি। এর মধ্য ধলেশ্বরী-১ সেতু ২৫৮মিটার,ধলেশ্বরী-২ সেতু ৩৮২মিটার ও আড়িয়াল খা সেতু ৪৫০মিটার হবে।

ফ্লাইওভার বা উড়াল সেতু- ৬টি: আব্দুল্লাহপুর, হাসারা,শ্রীনগর,কদমতলী, পুলিয়া বাজার ও সদরপুর।

রেলওয়ে ওভারপার-জুরাইন, কুচিয়ামোড়া, শ্রীনগর ও আতাদি। ওভারপাস-১৫টি।