ঘুরে বেড়াই বাংলাদেশ :হাওর-বাওড়


হাকালুকি

বাংলাদেশের সর্ববৃহত হাওর হাকালুকি।এর আয়তন প্রায় ১৮,১১৫ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা,জুড়ী, কুলাউড়া এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় এর বিস্তৃতি।

hakaluki rent a car in Bangladesh best

বর্ষাকালে বিস্তৃত জলরাশির এ হাওর যেন ভাসমান হাওরে। বিল ২৩৮টি রয়েছে এ হাওরে। এখানে ৫২৬ প্রজাতির উদ্ভিদ, ১০৭ প্রজাতির অন্যান্য বন্যপ্রাণী রয়েছে।এ হাওরের জলরাশির মূল প্রবাহ হলো জুড়ি ও পানাই নদী।

হাকালুকি হাওড় বাংলাদেশের সংরক্ষিত স্বাদু পানির একটি বৃহত জলাভূমি।এ হাওরে মাছের জন্য প্রসিদ্ধ। এখানে প্রায় ২৫০০ টন ।শীত কালে এ হাওর পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে ওঠে।

এশিয়ার উত্তরাংশে সাইবেরিয়া থেকে প্রায় ২৫ হাজার হাস এবং নানা প্রজাতির পরিযায়ী পাখি আসে এখানে।এছাড়া স্থানীয় প্রায় ১০০ প্রজাতির পাখি সারাবছর এখানে দেখা মেলে।

যাওয়ার পথ:ঢাকা-মৌলভীবাজার-কুলাউড়া, সেখান থেকে রিকশাযোগে পছন্দমতো বিলের গ্রাম অত:পর ট্রেকিং।

 টাঙ্গুয়ার হাওর

বাংলাদেশে ২টি রামসার এলাকার অন্যতম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলাধীন ১০টি মৌজা নিয়ে বিস্তৃত এ হাওর।

tangua_rent a car dhaka

টাঙ্গুয়ার হাওরের আয়তন ৬৯১২.২০ একর। হাওরটিতে ছোট বড় মিলিয়ে ১২০টি বিল রয়েছে। জীববৈচিত্রে ভরপুর টাঙ্গুয়ার হাওর স্থানীয়ভাবে ‘নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল’ নামে পরিচিত।

মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশী ঝরনা এসে মিশেছে এ হাওরে। বর্তমানে এ হাওরে মোট জলমহালের সংখ্যা ৫১টি।

টাঙ্গুয়ার হাওরে ৩৪প্রজাতির সরীসৃপ, ৬প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৬প্রজাতির কচ্ছপ, ৭টি প্রজাতির গিরগিটি, ২১ প্রজাতির সাপ ও উভচর প্রাণীসহ নানাবিধ প্রাণী বাস করে। তাছাড়া  এ হাওরে রয়েছে ২০০ প্রজাতির মাছ।

টাঙ্গুয়ার হাওর শীতের অতিথি পাখিদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। প্রতিবছর এখানে প্রায় ২০০ প্রজাতির অতিথি পাথির আগমন ঘটে।

যাওয়ার পথ:ঢাকা-সুনামগঞ্জ-তাহিরপুর/ধর্মপাশা উপজেলা -টাঙ্গুয়ার হাওর।


Tags: rent a car, rent a car in Mohammadpur, rent a car in Uttara, rent a car in Dhanmondi, Rent a car in Gulshan.